মুন্সিগঞ্জ, ২৩ জানুয়ারি, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারায় সরকারি রাস্তার গাছ কর্তন করা হয়েছে। ইউনিয়নের মজিদপুর দয়হাটা রাস্তার বড়বাড়ির সামনে এসব গাছ কাটা হয়। কর্তনকৃত গাছের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।
ঐ এলাকার মৃত মহিউদ্দিন খানের ছেলে মো. মিন্টুর বিরুদ্ধে এসব গাছ কাটার অভিযোগ উঠে।
আজ রোববার (২৩ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইট সলিং রাস্তার দক্ষিণ পাশের মেহগনি জাতের ২টি গাছের মূল কাটা হয়েছে। অপরদিকে ১০টি গাছের ডালপালা সম্পূর্ণ রূপে কেটে নেওয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, গত শনিবার মিন্টু খানকে সড়কের গাছগুলো কাটতে দেখেছেন তারা।
মিন্টু খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাস্তার পাশের জমিটি তার ছিল। জমিটি তিনি বিক্রি করে দেন। তাই গাছ কাটেন।
শ্রীনগর উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়ে এসেছি।