মুন্সিগঞ্জ, ৩ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মুন্সিগঞ্জে দৈনিক সময়ের আলোর ৪ বছর পূর্তি পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি জুয়েল রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন। মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনূর রশীদ খোকার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক গোলজার হোসেন, রশীদ আহম্মেদ মামুন, শেখ মোহাম্মদ রতন, নাদিম হোসাইন, মাসুদুর রহমান, মঈনউদ্দিন সুমন, হাসান জুয়েল, মাসুদ রানা, সুজন পাইক, শিহাব আহমেদ, আরাফাত রায়হান সাকিব, কায়সার সামির প্রমুখ।