মুন্সিগঞ্জ, ১৩ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল (২৮) মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
স্বজনরা জানান, আজ সোমবার বিকাল সাড়ে ৪টা’র দিকে ২ জন আরোহী নিয়ে মোটরসাইকেল চালিয়ে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিলেন রুবেল। কাঠপট্টি এলাকায় পৌঁছলে মুন্সিগঞ্জগামী একটি সিএনজির সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় স্বজনরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রুবেলের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুবেল সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চর সন্তোষপুর এলাকার ইউপি সদস্য আব্দুর রহিমের পুত্র।
এ ঘটনায় অপর আহতরা হলেন, চরসন্তোষপুর এলাকার ফারুক (৩০) ও নারায়ণগঞ্জের বাড়িরটেক এলাকার সোহেল (৩৪)। এর মধ্যে ফারুকের অবস্থা গুরুতর।
নিহতের লাশ রাত ১০ টা’র দিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়৷