১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৮:৩৯
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের ভাইয়ের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের চেয়ারম্যান সুমন মিয়ার বড় ভাই এবং ইছাপুরা গ্রামের মৃত এন্তাজ মিয়ার পুত্র মো.হাবিবুর রহমান মিয়া (৫৫) মারা গেছেন।

আজ রোববার সকাল ৮টা’র দিকে বঙ্গবন্ধু মহাসড়কের (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) কুচিয়ামোড়া সার্ভিস সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হাবিব মিয়ার মেয়ে, শ্যালক ও শাশুড়ী আহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।

হাসাড়া হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর শামীম আল-মামুন জানান, লোকমুখে যতটুকু জানতে পেরেছি সকাল ৮টা’র দিকে ঢাকা যাওয়ার পথে মাওয়াগামী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাভেটকারের এক যাত্রী হাবিবুর রহমান হাবিব গুরুতর আহতসহ ৪ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় হাবিবকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা ট্রমা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় পিকআপ ভ্যানটি পালিয়ে যায় এবং প্রাইভেটকারের সামনের অংশটি দুমড়েমুচড়ে যায় । এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি ।

error: দুঃখিত!