৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:১৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বঙ্গবন্ধু মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখানের চালতিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যাক্তি নিহত হয়েছে।

এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া হাওলাদার ফিলিং স্টেশনের সামনে (শুক্রবার ৩০) সেপ্টেম্বর দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি হামিম পরিবহনের মালিক মো. আক্তার শেখ (২৭) নবাবগঞ্জ উপজেলার মোসলেম হাটি গ্রামের আব্দুল লতিফ শেখর ছেলে।

হাসাড়া হাইওয়ে থানার এস আই জহুরুল জানান, নিহত ব্যক্তি হামিম পরিবহনের দুটি গাড়ির মালিক। গাড়ির তেল শেষ হয়ে যাওয়ায় ঢাকামুখী সড়কে গাড়ি থামিয়ে হেলপারকে তেল নিতে পাম্পে পাঠায়। হেলপারের ফিরতে দেরী হওয়ায় সে মুঠোফোনে কথা বলতে বলতে রাস্তা পার হতে গেলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

error: দুঃখিত!