১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:৩৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সড়কের পাশে পড়ে ছিল বৃদ্ধার মরদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়কের পাশে পড়ে ছিল ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ।

আজ বুধবার ভোরে শ্রীনগর-ভাগ্যকুল সড়কে কয়কীর্তন নামক এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই নারীর। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

জানা গেছে, ভোরে রাস্তার পাশে অজ্ঞাত ওই নারীর মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পিবিআই এর পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে শ্রীনগর থানায় হেফাজতে নিয়ে যায়। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে শ্রীনগর-ভাগ্যকুল রোডের কয়কীর্তন নামক স্থান থেকে অজ্ঞাত ওই মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভোর রাতে অজ্ঞাতনামা কোন গাড়ীর ধাক্কায় ওই মহিলা নিহত হয়েছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!