মুন্সিগঞ্জ, ১০ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়কের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ছিলো।
সন্ধ্যা ৭ টা পর্যন্ত মরদেহের পরিচয় নিশ্চিত না হওয়া গেলেও স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
জানা যায়, সোমবার সকালে উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর ঢালী বাড়ি সংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান এসব তথ্য নিশ্চিত করে সন্ধ্যা ৭ টার দিকে বলেন, ‘নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তবে স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন।’
তিনি বলেন, ‘মরদেহের মাথা, পা, কানসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের ধারণা সড়কটিতে চলাচলকারী কোন যানবাহনের ধাক্কায় তিনি প্রাণ হারিয়েছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।