১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১২:০৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সংঘর্ষের ঘটনায় দেশীয় অস্ত্রসহ আটক ২৯
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ মে, ২০২২, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও হাউজিং ব্যবসার বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২৯ জনকে আটক করেছে পুলিশ।

অভিযানে হাজী আব্দুল বাতেন এর বাড়িসহ বিভিন্ন জায়গা থেকে প্রায় ৬ শতাধিক টেটা-বল্লম সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, গত শনিবার ৭ মে দিবাগত রাতে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তার ও হাউজিং ব্যবসার বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ সোমবার (৯ মে) ভোরে খাসকান্দি, পানিয়ারচর, চান্দের চর গ্রামে অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করে সিরাজদিখান থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বালুচর ইউনিয়নের খাসকান্দি, চরপানিয়া, চান্দের চর এই তিনটি মৌজায় প্রায় ২০ টিরও বেশী হাউজিং কোম্পানী আছে। এসব হাউজিং কোম্পানীর জমি ক্রয়-বিক্রয়, মাটি ভরাটের টাকা ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি নিরাপদ সিটি হাউজিং কোম্পানী নিয়ে বাতেন ও কামিজুদ্দিন কামু গ্রুপের মধ্যে বিরোধ দেখা দিলে গত শনিবার রাত সাড়ে ১০ টায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ২ টি মামলা হয়েছে। আজ সোমবার ভোরে পুলিশ খাসকান্দি, পানিয়ারচর, চান্দেরচর এলাকায় অভিযান চালিয়ে হাজী আব্দুল বাতেনসহ ২৯ জনকে আটক করে।

সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাশেদুল ইসলাম জানান, জমিজমা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। গত শনিবারের রাতের সংঘর্ষের ঘটনায় ২ টি মামলা হয়েছে, আরও একটি মামলা প্রক্রিয়াধীন। আটককৃতদের যাচাই-বাছাই চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । নির্দোষদের ছেড়ে দেওয়া হবে।

error: দুঃখিত!