মুন্সিগঞ্জ, ৩১ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে জেলা জাতীয় শ্রমিকলীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম এর বাসভবনে ১০০ জন শ্রমিক লীগ নেতা-কর্মীদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো, ২ কেজি পোলার চাল, ২ কেজি খিচুড়ির চাল, ১ লিটার তেল, ২ কেজি ডাল, ২ কেজি পেয়াজ, ২ কেজি চিনি, ২ কেজি সেমাই।
এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক লীগ নেতা জসীম উদ্দিন, জেলা শ্রমিক লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সালাউদ্দিন পাঠান লিটন, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।