৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:৪৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে যুব মহিলা লীগ নেত্রীর অভিযোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ মে, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শিল্পায়ন আঞ্চলিক শাখা শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেমের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন সদর থানা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক হুমাইয়ারা আক্তার রিমা।

গতকাল শনিবার (৭ মে) মুন্সিগঞ্জ সদর থানায় শ্রমিক লীগ নেতা কাশেমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন যুব মহিলা লীগ নেত্রী রিমা। জিডি নং- ২৬৮।

জিডি সূত্র ও অভিযোগকারীর সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি শ্রমিক লীগ নেতা আবুল কাশেম যুব মহিলা লীগ নেত্রী রিমা ও তার স্বামীকে খুনজখমের হুমকি দেয়। সে ঘটনার পর যুব মহিলা লীগ নেত্রী রিমা গত ৩০ এপ্রিল মুন্সিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেয়ার পর আবুল কাশেম আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। এর প্রেক্ষিতে গত ৬ মে সকাল সাড়ে ১১ টা’র দিকে মুন্সিগঞ্জ পৌর এলাকার যোগিনীঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় রাস্তা আটকে সে রিমা ও তার স্বামীকে মারধর করতে উদ্যত হন এবং থানায় অভিযোগ করায় ‘তুই আমার কিছুই করতে পারবি না, পুলিশ আমার পকেটে থাকে’ বলে হুমকি প্রদান করেন।

এসময় আবুল কাশেম আরও বলেন, ‘তুই ও তর স্বামী আমার সকল কাজের বাঁধা। তোদের রাস্তাঘাটে সুযোগ মত পাইলে উঠাইয়া নিয়া গুম করিয়া ফেলব এবং তোদের নামে মিথ্যা মামলা মোকাদ্দমা দিয়া ফাঁসাইয়া দিব।’

অভিযোগকারী হুমাইয়ারা আক্তার রিমা বলেন, তার এধরনের আচরণে আমি আমঙ্কা করছি, তার দ্বারা যে কোন সময় আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতিসাধন হতে পারে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিল্পায়ন আঞ্চলিক শাখা শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রিমার সাথে আমার কোন শত্রুতা নাই। আমি তাকে এসব বলতে যাবো কেন?।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: দুঃখিত!