১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৮:৪১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে শ্রমিকের মৃত্যু, সংবাদ সংগ্রহে বাঁধা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ জুন ২০২৩, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে কাজ করতে গিয়ে অসাবধানতা বসত কনভেয়ার বেল্ট থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন একজন শ্রমিক। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

এদিকে শ্রমিক মৃত্যুর খবর সংগ্রহ করতে গিয়ে কর্তৃপক্ষের বাঁধার মুখে পরেন স্থানীয় সংবাদ কর্মীরা। এসময় ভেতরে প্রবেশ করতে চাইলে তাদের অনুমতি না দিয়ে উল্টো মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করেন প্রতিষ্ঠানটির নিরাপত্তাকর্মীরা।

নিহত ওই শ্রমিকের নাম সোহাগ বিশ্বাস (২২)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার জসিম বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি গ্রুপের মালিকানাধীন হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলের ভেতর ঢাকা সুগার লিমিটেড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন সোহাগ বিশ্বাস। সুপারভাইজার বিল্লালের মাধ্যমে তিনি এখানে কাজ পান। মঙ্গলবার দিনভর কাজ করার পরে রাতের শিফটে ওভারটাইম করছিলেন তিনি। দিবাগত রাত একটার দিকে কোম্পানিটির ২নং গোডাউনে কনভেয়ার বেল্ট মেরামত করার সময় উপর থেকে নিচে পড়ে যান সোহাগ। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়।

গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর ফজলুল হক বলেন, ঘটনার পর খবর পেয়ে আমরা এখানে ছুটে আসি। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

error: দুঃখিত!