১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:৩৮
মুন্সিগঞ্জে শুরু হলো ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ২০১৫
খবরটি শেয়ার করুন:

ইয়াসির সরকার পাবেলঃ  “উন্নয়নের পাসওয়ার্ড আপনার হাতে”  এই পতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জে শুরু হলো ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ২০১৫ ৷

প্রতি বছর ন্যূনতম এক কোটি ইন্টারনেট গ্রাহক বাড়ানো ও সাধারণ জনগণকে আরো বেশি অনলাইন সেবার আওতায় আনাসহ তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটভিত্তিক উদ্যোক্তাদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশের ৪৮৭ উপজেলার সাথে বুধবার সকালে মুন্সিগঞ্জেও  ইন্টারনেট সপ্তাহ ২০১৫ এর কার্যক্রম উদ্ভোদন করা হয় ৷

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ সদর  উপজেলা নির্বাহী অফিসার জনাবা শারাবান তাহুরা৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাশক ( ভারপ্রাপ্ত ) মো: কুদ্দুস আলি সরকার ৷বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব মো: শরীফুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক  জনাব মো: জমাল হোসেন ৷অনুষ্ঠানে বক্তারা তথ্য-প্রজুক্তিতে বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন ৷

মেলায় মুন্সিগঞ্জ উপজেলার মোল্লাকান্দি,মহাখালি,রামপাল,শিলই,বাংলাবাজার,আধারা,চড়-কেওয়ার,পঞ্চসার,বজ্রযোগনী ইউনিয়ন সহ বিভিন্ন সরকারী-বেসরকারি অফিস ও অনলাইন সংবাদ পোর্টালের মোট ১২ টি স্টল অংশ নিয়েছে ৷

এই কর্মসূচি পালনের প্রাথমিক লক্ষ্য হচ্ছে ইন্টারনেট মেলার মাধ্যমে এক কোটি মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়া এবং আগামী এক বছরের মধ্যে দেশব্যাপী  ১ কোটি ৫০ লাখ নতুন ইউজার সৃষ্টি করা । এবং ইন্টারনেট সম্পর্কে জনগণকে সার্বিক ধারণা দেওয়া।

error: দুঃখিত!