মুন্সিগঞ্জ ২৪ নভেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন আয়োজিত ‘নোভা বিজয় কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯’ আগামী ১৭ই ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান ও খেলার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে।
মুন্সিগঞ্জ জেলা ভিত্তিক সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্টের মহাযজ্ঞ আয়োজকরা জানিয়েছেন, এ টুর্নামেন্টে জেলার ২০টি দল অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে জেলার টংগিবাড়ী উপজেলার কামারখাড়া স্কুল মাঠে।
আয়োজক কমিটির সূত্রে জানা যায়, আগামী ১২ ই ডিসেম্বরের মধ্যে আড়াই হাজার টাকা রেজিষ্ট্রেশন ফি দিয়ে জেলার যেকোন দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল একটি নোভা ৪২ ইঞ্চি স্মার্ট টিভি ও আর্কষণী ট্রফি পাবেন। এছাড়া রানারআপ দল – নোভা ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ, টুর্নামেন্ট সেরা রান গ্রহিতা, টুর্নামেন্ট সেরা উইকেট শিকারী, টুর্নামেন্ট সেরা সিক্স গ্রহিতা, টুর্নামেন্ট সেরা ফিল্ডার, টুর্নামেন্টে সর্ব্বোচ্চ ক্যাচ গ্রহিতা সহ বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড় নির্বাচন করা হবে এবং তাদের প্রত্যেকের জন্য রয়েছে আর্কষণীয় পুরষ্কার ।
আয়োজক কমিটি আরো জানান, টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হিসেবে নোভা ইলেকট্রনিক্স কোম্পানি লি. এছাড়া সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মজিবুর গ্রুপ লি।
মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মুন্সিগঞ্জের সর্বাধিক পঠিত অনলাইন পত্রিকা ‘আমার বিক্রমপুর’, আনন্দ টিভি, দৈনিক অধিকার ও দৈনিক আলোকিত সকাল।