৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৯:০৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে শিশু হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ২ বছরের শিশু ফাতেমা আক্তার তাকওয়াকে হত্যার অভিযোগে স্থানীয় আলি নুর স্বপ্না ও মোক্তার হোসেন এর ফাসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার বেলা ১১ টায় উপজেলার ধীপুর ইউনিয়নের রংমেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন স্লোগানে শিশু ফাতেমা হত্যায় জড়িত সন্দেহে ব্যক্তিদের ফাসি দাবি করেন তারা।

উল্লেখ্য, গেল শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা’র দিকে উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ এলাকায় নিখোঁজের ১৪ দিন পর বাড়ির পাশের পুকুরপাড়ের ঝোপ থেকে নূরে আলম মোড়ল-পিয়ারা বেগমের একমাত্র মেয়ে সন্তান তাকওয়া আক্তার ফাতেমা (২) এর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত ২৮ জানুয়ারি নিজ বসতবাড়ি থেকে ফাতেমা নিখোঁজ হয়। নিখোঁজের কয়েক দিন পর ফাতেমাকে অপহরণ করা হয়েছে জানিয়ে প্রতিবেশী দুই ব্যক্তি পৃথক ফোন নাম্বার থেকে ফাতেমার বাবা নূরে আলম মোড়লকে ফোন করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি পুলিশকে জানালে মোবাইল ফোন নাম্বার অনুসরণ করে গত ৫ ফেব্রুয়ারি টংগিবাড়ী বাজার থেকে মুক্তিপণ দাবী কারী আলী নুর স্বপ্না (৩৫) এবং এর আরও ২দিন পর মোক্তার হোসেন (৫২) নামে আরেকজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের শেষে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। আটক দুইজনকে দুইদিনের রিমান্ডে এনে নিহত ফাতেমার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা শিশুটির বিষয়ে কোন তথ্য দেয়নি পুলিশকে। পুলিশও ঘটনার কোন কুল-কিনারা করতে পারেনি।

error: দুঃখিত!