৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:৩৩
মুন্সিগঞ্জে শিশু ধর্ষনের দায়ে কিশোর অাটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের গজারিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফরহাদ হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া মধ্যমকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মা শিশুটিকে একা রেখে বাইরে যান। এসময় প্রতিবেশী মইনুদ্দিনের ছেলে ফরহাদ শিশুটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার শুরু করলে ফরহাদ পালিয়ে যান। পরে মা বাড়িতে এলে শিশুটি ঘটনাটি খুলে বলে।

এক পর্যায়ে শিশুটির মা বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান। তবে, ছেলেটির পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দিতে তারা নানাভাবে চাপ দিতে থাকে। এমনকি আহত শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে চাইলেও বাধা দেন তারা।

পরে গ্রাম্য সালিশে ঘটনাটির উপযুক্ত বিচারের কথা থাকলেও উল্টো ছেলেপক্ষ তাদের নানাভাবে হুমকিধমকি দিতে থাকেন।

এরপর বৃহস্পতিবার সকালে মেয়েটির মা থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে ফরহাদকে আটক করে পুলিশ।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম ভূঁইয়া জানান, পরীক্ষা-নিরীক্ষার জন্য দুপুরে শিশুটিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।

error: দুঃখিত!