মুন্সিগঞ্জ, ১০ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঐক্য পরিষদ।
আজ বৃহস্পতিবার (১০ জুন) সকালে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঐক্য পরিষদ সংগঠনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা শিক্ষার্থীদের স্কুলমুখী করতে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ঘোষণা অনুযায়ী আগামী ১৩ জুন সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জোরালো দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন ঐক্য পরিষদের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক এস এম ফাহিম ইসলাম, প্রধান উপদেষ্টা মোঃ ফজলুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরউজ্জামান, আমিনুল ইসলাম, উজ্জ্বল সহ কিন্ডারগার্টেন এর শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।