মুন্সিগঞ্জ, ২৭ অক্টোবর, ২০২২, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)
“শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” প্রতিপাদ্য মুন্সিগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উদ্যোগে জেলা শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে র্যালি বের হয়।
র্যালিটি শহরের পতাকা একাত্তর চত্ত্বর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। এতে অংশ নেয় জেলার বিভিন্ন কলেজ, উচ্চ বিদ্যালয় ও মাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
র্যালিতে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, জাতিগঠনের শিক্ষার বিকল্প নেই। শিক্ষাদানের মাধ্যমে শিক্ষকরাই জাতি গঠন, সমাজগঠন ও রাষ্ট্র গঠনে নিবেদিত থেকে কাজ করে যায়। তাই মান মর্যাদা নিয়ে শিক্ষকরা যেন যথাযথ দায়িত্ব পালন করতে পারে সে জন্য শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখতে হবে সবার। তবেই দেশ এগিয়ে যাবে, উন্নত বাংলাদেশ বিনির্মাণ হবে।
এছাড়াও শিক্ষকদের উপর বিভিন্ন সময় নিবর্তনমূলক আচরণের প্রতিবাদ জানানো হয় আয়োজন থেকে। এবছর প্রারম্ভিক হিসাবে দিবসটি পালন করা হলেও আগামীতে আরো বড় পরিসরে আয়োজন থাকবে বলে জানান আয়োজকরা।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার, রামপাল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান, জেলা শিক্ষা অফিসার মো. বেনজীর আহম্মদ, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর শাহ আলম প্রমুখ।