১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৯:১১
মুন্সিগঞ্জে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৩ বসতঘর, আহত ২
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডে পুড়েছে ৩টি বসত ঘরসহ ভেতরে থাকা কয়েক লক্ষাধিক টাকার মালামাল। এসময় আগুন পাশে থাকা আরও দুইটি ঘরে ছড়িয়ে পড়েছিলো।

ঘটনার সময় আহত হয়েছেন ২ জন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকার প্রবাসী সিরাজ বেপারির ভাড়া বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কমলাঘাট নদী ফায়ার স্টেশনের ইনচার্জ মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে খবর পেয়ে পৌছে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসায় বড় ক্ষয়ক্ষতি হয়নি। আগুনে দুই জন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে সন্দেহ করা হচ্ছে বলেও জানান তিনি।

error: দুঃখিত!