১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ২:২৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে শত কন্ঠে জাতির পিতাকে স্মরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

কর্মসূচিতে অংশ নেয়া সাংস্কৃতিক কর্মী মাশফিক শিহাব ‘আমার বিক্রমপুর’ কে তার অনুভূতি ব্যক্ত করে বলেন, জাতির পিতার জন্মদিনে ‘শতকন্ঠে জাতীয় সংগীত’ কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর মানবিক চেতনা ও দেশপ্রেম নিজেদের হৃদয়ে ধারণ করার উদ্দেশ্যেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করি। আমার সাংস্কৃতিক জীবনের অন্যতম প্রাপ্তি এটি।’

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘জাতির পিতা জন্মদিন পালন করতেন না। তিনি শিশুদের খুবই ভালোবাসতেন। তার জন্মদিনটাতে তিনি শিশুদের সঙ্গে কাটাতে পছন্দ করতেন। ওইদিন শিশুরা দল বেঁধে তাকে শুভেচ্ছা জানাতে যেত। অনেক স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বাংলাদেশকে তিনি উন্নত সমৃদ্ধ ‘সোনার বাংলা’ হিসেবে গড়তে চেয়েছিলেন।’

জেলা প্রশাসক বলেন, ‘জাতির পিতার সেই স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয় নিয়ে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে শিশু-কিশোররাই আগামীদিনে ভূমিকা রাখবে। এরাই গড়ে তুলবে আগামী দিনের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ। তাই এদের মাঝে দেশপ্রেম ও জাতির পিতার আদর্শের অগ্নিশিখা ছড়িয়ে দিতে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।’

error: দুঃখিত!