৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:৩২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে লাউ কাটতে গিয়ে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় মৌমাছির কামড়ে মো. চুন্নু বেপারী (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ শনিবার সকালে উপজেলার বেতকা ইউনিয়নের উত্তর রায়পুরা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় কৃষক চুন্নু বেপারিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক জানান, মৌমাছির কামড়ে সে ঘটনাস্থলে মারা যায়। পরে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তার সাথে আহত অবস্থায় আরো তিনজনকে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের বড় ছেলে রানা বেপারী জানান, শনিবার সকালে আমার বাবা জমিতে লাউ কাটার জন্য গেলে হঠাৎ চিৎকারের শব্দ পাই। আমরা বাসা থেকে বের হয়ে জমির সামনে গেলে আমার বাবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। এ সময়ে আশপাশের লোকজন ছুটে গেলে তারাও মৌমাছির কামড়ে আহত হয়।

error: দুঃখিত!