২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:৪৮
মুন্সিগঞ্জে লঞ্চে জুয়া খেলার সময় ১৩ জন আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মিরকাদিমের কাঠপট্টি এলাকায় ধলেশ্বরী নদীতে চাঁদপুরগামী ময়ূর-৭ লঞ্চ থেকে খেলারত অবস্থায়, নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ১৩ জনকে আটক করেছে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা (সদরঘাট) থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ময়ূর-৭ লঞ্চে এই অভিযান পরিচালনা করা হয়।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এসময় বিভিন্ন রকমের ৩ বান্ডিল তাস, জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৪৯ হাজার ১০০ টাকাসহ ওই ১৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, লক্ষীপুর জেলার উত্তর রায়পুর গ্রামের মনোহর মিয়ার ছেলে মিস্টার (৪৮), দেনায়েতপুর গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে বিপ্লব মিয়া (৩২), চাঁদপুরের মদনা গ্রামের ডা. আব্দুল লতিফের ছেলে আবু জাফর (৬০), উত্তর কৃষ্ণপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. ফারিজ মিজি (২৮), ঘন্ডামারা গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. মমিন (৪৪), ঘন্ডামারা গ্রামের মৃত নজির আহমেদ বেপারীর ছেলে মো. মনির হোসেন (২৮), গুয়াকলা গ্রামের কাদির ভূইয়ার ছেলে নাজির হোসেন (৩৮), ঘন্ডামারা গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে মো. স্বপন (৪২), ঘন্ডামারা গ্রামের মৃত শাহজাহানের ছেলে মো. শাহ আলম (৪৪), দক্ষিণ বালিয়া গ্রামের মো. কালু পাটোয়ারীর ছেলে মো. সাঈদ পাটোয়ারী (৩৮), পূর্ব মদনা গ্রামের মো. সুলতান শেখের ছেলে মো. মুসলিম শেখ (৩২), দক্ষিণ বালিয়া গ্রামের সিরাজ শেখের ছেলে মো. আব্দুল কাদির (৩২), করবন্দ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে হীরা বেপারী (৪৪)।

আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারার ধারায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম খান।

error: দুঃখিত!