মুন্সিগঞ্জ, ২৮ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় উল্টে গিয়ে ট্রলার চালক মোক্তার দেওয়ানের (৫০) মৃত্যু হয়েছে। এসময় আহত হন ট্রলারটিতে থাকা যাত্রী জাহিদ হাওলাদার (৩৫)।
বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার দিকে মেঘনা নদীতে সোনারগাঁও মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোক্তার দেওয়ান উপজেলার গজারিয়া ইউনিয়নের সোনাইরকান্দি গ্রামের মৃত কেরামত আলী দেওয়ানের ছেলে ও আহত জাহিদ হাওলাদার একই ইউনিয়নের গোসাইরচর গ্রামের মিলন হাওলাদারের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার নারায়নগঞ্জের পদ্মা ডিপো থেকে তেল কিনে ট্রলারে করে গজারিয়ায় ফিরছিলেন তারা। পথে তেলবাহী ট্রলারটি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। এসময় বরিশাল হতে সদরঘাটগামী একটি যাত্রীবাহী লঞ্চের সাথে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে যায়। এসময় নদীতে থাকা জেলেরা ট্রলারের চালক মোক্তার দেওয়ানের লাশ ও গুরুতর আহত অবস্থায় জাহিদ হাওলাদারকে উদ্ধার করে। জাহিদ হাওলাদার বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খাঁন এসব তথ্য নিশ্চিত করেন।