১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:৪৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে লকডাউনের মধ্যে বিয়ে আয়োজন করায় ৪০০ অতিথির খাবার এতিমখানায় বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করে বিয়ের অনুষ্ঠানে খাবারের আয়োজন করায় ৪০০ অতিথির খাবার জব্দ করে স্থানীয় এতিমখানায় দুস্থ ও শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২ জুলাই) বেলা ১২টায় শ্রীনগরের পাটাভোগ ইউনিয়নের নিমাইপারা গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণব কুমার ঘোষ জানান, পাটাভোগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার নজরুল ইসলামের ভাই মোঃ বাবু ও মোঃ শফিকুল ইসলামের মেয়ে বাধন আক্তারের সাথে বিবাহকে কেন্দ্র করে এ অনুষ্ঠান হচ্ছিলো। তাদের দুইজনের বাড়ি একই গ্রামে।

ইউএনও জানান, ৪০০ মানুষকে দাওয়াত দিয়ে বিয়ের আয়োজন করা হয়েছিল। যা বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু বিয়েটি পূর্ব প্রস্তুতিমূলক এবং সবদিক বিবেচনা করে শুধু ছেলে পক্ষ এসে মেয়েকে নিয়ে চলে যাবে এমন সুযোগ দিয়ে বিয়ে সম্পন্ন করতে বলা হয়েছে।

error: দুঃখিত!