১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:৪৮
মুন্সিগঞ্জে র‌্যাব দেখে দৌড়ে পালানোর সময় ইয়াবাসহ ধরা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে র‌্যাব সদস্যদের দেখে দৌড়ে পালানোর সময় ১০০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পইনপুর এলাকা থেকে ঢাকার শ্যামপুর এলাকার বাসিন্দা আল-আমিনকে (৩৬) আটক করা হয়।

গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, র‌্যাব-১০ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার।

তিনি জানান, র‌্যাব সদস্যরা পূর্ব সংবাদের ভিত্তিতে এলাকাটিতে মাদক অভিযানে যায়। এসময় ঘটনাস্থলে পৌছালে একজন লোক দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে ওই ব্যক্তির পরিহিত ব্লেজারের পকেটে থেকে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যমানের ১০০ পিচ ইয়াবা উদ্ধার হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেতে পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

error: দুঃখিত!