মুন্সিগঞ্জ, ১৯ মার্চ, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় অভিযানে ২০.৭ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপ সহ একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব ১১।
আজ শনিবার (১৯ মার্চ) ভোরে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি টিম গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মোঃ সালাউদ্দীন (২৯) নামে এক ব্যক্তিকে ২০.৭ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপ সহ আটক করে।
আটক মোঃ সালাউদ্দীন ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানাধীন ভুগির এলাকার মোঃ আবু হাসান ভূইয়ার ছেলে। সে একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী বলে দাবি র্যাবের।
র্যাবের দাবি, দীর্ঘদিন যাবৎ পিকআপের চালক সেজে বিভিন্ন পণ্য পরিবহণের আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সালাউদ্দীন।
র্যাব জানায়, আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।