মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষিণ রাঢ়ীখাল এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল ঘি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ওই কারখানার মালিককে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কারখানাটিতে অভিযান চালানো হয়। পরে রাত ১০টার দিকে জরিমানা করা হয়।
মুন্সিগঞ্জ র্যাব-১১-এর কর্মকর্তা ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ আনোয়ার বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, রাঢ়ীখাল এলাকার নুরু খাঁর বাসায় কারখানায় ভেজাল ঘি তৈরি করা হচ্ছে। ওই খবরের ভিত্তিতে কারখানায় অভিযান চালায় র্যাব। ওই সময় কারখানার মালিক মামুন (৩৮) ও কর্মচারী আইয়ুব আলী হাসানকে (২৫) ভেজাল ঘি তৈরি করা অবস্থায় পাওয়া যায়। পরে তাঁদের কাছ থেকে ১৫০ লিটার ভেজাল ঘি জব্দ করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা আরও জানান, বিষয়টি ভ্রাম্যমাণ আদালতকে জানানো হয়।
পরে রাত ১০টার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যতন মারমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক মামুনকে ভেজাল ঘি বানানোর দায়ে লক্ষাধিক টাকা জরিমানা করেন।