মুন্সিগঞ্জ, ১৫ মে, ২০২২, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় আনোয়ার সিমেন্ট শিট কারখানায় রোলারের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়াস্থ আনোয়ার সিমেন্ট শিট কারখানায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া আগস্টিন বর্মন (৩২) ওই কারখানার মেশিন অপারেটের এবং ঠাকুরগাঁওয়ের দৌলতপুর উপজেলার যামনী বর্মনের ছেলে।
কারখানার শ্রমিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আনোয়ার সিমেন্ট শিট কারখানায় এর আগেও শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আনোয়ার সিমেন্ট শিটের এডমিন মো. সাজ্জাদ হোসেন বলেন, কারখানার মেশিনের ময়লা পরিষ্কারের সময় অপারেটর আগস্টিন অসাবধানতাবশত হাত দিলে রোলার টেনে নিয়ে যায়। এতে তার মৃত্যু হয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দীন বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার আবেদন করেছে পরিবার। তারই পরিপ্রেক্ষিতে গতকাল দুপুর ১টার দিকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।