৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ২:৫৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে রোগীকে ধর্ষণের অভিযোগে আটক ১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ সেপ্টেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা এক রোগী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বাস্থ্য কমপ্লেক্সের  ওয়ার্ড বয় রাজিব (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজদিখান থানার ওসি মিজানুল হক জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক কিশোরীর অভিযোগ গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের চুক্তিভিত্তিক ওয়ার্ড বয় ময়মনসিংহের কমলাপুরের ফজলুল হকের ছেলে মো. রাজিব মিয়া (২৪) স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কেবিনে নিয়ে অচেতন অবস্থায় তাকে ধর্ষণ করে।

১৫ বছর বয়সী ঐ কিশোরী গত বৃহস্পতিবার সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাজিব মিয়াকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা দায়ের হয়েছে।

ভুক্তভোগী কিশোরীর মা অভিযোগ করে বলেন, মহিলা ওয়ার্ডের ৩ নং বেডে ভর্তি থাকা এক মহিলা রোগী আমাকে ঘটনাটি জানায়। সে ১ মাস যাবৎ সেখানে ভর্তি ছিলো৷ আমার মেয়ে ছিলো ১৩ নং বেডে। আমার মেয়েকে ওয়ার্ডবয় রাজিব ১ নং বেডে নিয়ে ধর্ষণ করে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা জানান, ভুক্তভোগী নারীর মায়ের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশকে জানানো হলে পুলিশ অভিযুক্ত ওয়ার্ড বয়কে গ্রেপ্তার করে নিয়ে যায়। ভুক্তভোগী কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য হেফাজতে নেয়া হয়েছে।

error: দুঃখিত!