১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৪:৩৯
মুন্সিগঞ্জে রিভার ক্লিনিং কর্মসূচি পালিত
খবরটি শেয়ার করুন:

শেখ রাসেল ফখরুদ্দীনঃ “বিশ্ব পানি দিবস” উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোরদৌড়ে শনিবার সকালে “পদ্মা নদী সুরক্ষা কমিটি”র উদ্যোগে “রিভার ক্লিনিং” কর্মসূচি পালিত হয়ছে।

জানা গেছে, বাংলাদেশে এই প্রথম বারের মত “রিভার ক্লিনিং” কর্মসূচি আয়োজন করে পদ্মা নদী সুরক্ষা কমিটি ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা নদী সুরক্ষা কমিটির সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আবদুল্লাহ আল মাসুদ ।

আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শেখ রাসেল ফখরুদ্দীন ও এডভোকেট হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মুরাদ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক ইভান খান, হুমায়ুন কবির মিলন, শারমিন সোহানা, প্রচার সম্পাদক এম এম সোহাগ বাবু। অন্যান্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন, ওয়েলফেয়ার প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষিকা শাহানা আক্তার, সহকারি শিক্ষিকা ঝুনু কুন্ড এবং ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে জনাব আবদুল্লাহ আল মাসুদ বলেন, তরুণ প্রজন্ম ও আগামী প্রজন্মের কাছে নদী ও পানির গুরুত্ব তুলে ধরার জন্যই আমাদের আজকের আয়োজন।

“রিভারাইন পিপল” এই আয়োজনের সাথে একাত্মতা ঘোষণা করে “রিভার ক্লিনিং” কার্যক্রমে অংশগ্রহণ করেন।

রিভারাইন পিপল, জবি শাখার সাধারণ সম্পাদক আল-আমিন হুসাইন বলেন, নিংসন্দেহে বাংলাদেশে প্রথমবারের মত “রিভার ক্লিনিং” আয়োজন প্রশংসার দাবিদার। আমরা এ ধরণের কার্যক্রমকে সাধুবাদ জানাই।