মুন্সিগঞ্জ, ১৯ এপ্রিল ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ব্যাটারি চালিত রিকশা যাত্রীর কাছ থেকে তল্লাশী চালিয়ে তিন রাউন্ড গুলিসহ ম্যাগজিন ও একটি বিদেশী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর এলাকার আলমপুর থেকে বাড়ৈখালী গামী রাস্তায় রিকশা তল্লাশী করার সময় রিকশায় থাকা যাত্রীর লুঙ্গির কোচর থেকে একটি বিদেশী অটো অস্ত্র, তিন রাউন্ড গুলিসহ ম্যাগজিনসহ শ্রীধরপুর এলাকার আলী আহমদের পুত্র রুবেল তালুকদারকে (৫০) আটক করে পুলিশ। এসময় রিকশায় থাকা আরেক যাত্রী বাড়ৈখালী এলাকার জব্বর মোড়লের ছেলে আক্তার মোড়ল (৪৭) দৌড়ে পালিয়ে যায়।
শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক রুবেল ও পলাতক আক্তারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।