মুন্সিগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়ি বাউশিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির চাঁপায় সালেহা বেগম (৫৫) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন।
আজ রোববার বিকেল সাড়ে ৩টা’র দিকে গজারিয়া উপজেলার দড়ি বাউশিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ মাষ্টারের স্ত্রী।
ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ডের কাছে মহাসড়ক পারাপার হচ্ছিলেন তিনি। এ সময় চট্রগ্রামগামী দ্রুত গতির অজ্ঞাত যান তাকে চাঁপা দিয়ে চলে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা আহত অবস্থায় ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক যানকে চিহ্নিত করতে পারেনি।