মুন্সিগঞ্জ, ১৬ এপ্রিল, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৬ এপ্রিল) সকালে এলাকাবাসী নিহত যুবকের লাশ পরে থাকতে দেখে খবর দিলে লাশ উদ্ধার করে ভবের চর হাইওয়ে পুলিশ।
নিহতের নাম খোরশেদ সরকার (৪৫)। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায় বলে জানান পুলিশ।
ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ সালাহ উদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জামালদি নামক স্থান হতে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কোনো গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।