মুন্সিগঞ্জ, ২৬ সেপ্টেম্বর, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর আন্ডার পাসের সামনে হতে অজ্ঞাত নারীর (৪৭) লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। ওই নারীর পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল জানান, লাশটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। তদন্ত অব্যাহত আছে।