মুন্সিগঞ্জ, ২৪ নভেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় রাস্তার পাশে পড়ে ছিল অটোরিকশা চালকের মরদেহ।
আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের বালিয়ারপাড়া মাদরাসা সংলগ্ন এলাকা থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই চালকের নাম মো. জাকির মাঝি (৬০)। তার বাড়ি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বালিয়ারপাড় মাদরাসা এলাকায় রাস্তার পাশে মো. জাকির মাঝির মরদেহ পড়ে ছিল। ফজরের নামাজ আদায় করতে বের হওয়া মুসল্লিরা রাস্তার পাশে মরদেহ দেখে পুলিশকে জানান। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, ‘অটোরিকশা ছিনতাইয়ের জন্য ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, ঘটনার তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’