মুন্সিগঞ্জ, ২৪ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে রাসেল ভাইপারের কামড়ে আহত হয়েছেন রেনু বেগম (৫০) নামে এক নারী। পরে মৃত রাসেল ভাইপার হাতে করে হাসপাতালে ছুটে আসেন তিনি।
বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার হাসাইল ইউনিয়নের পদ্মা তীরের আঁটিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহত রেনু বেগম ওই এলাকার কৃষক রকমান মোল্লার স্ত্রী। আহত নারীকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে অ্যান্টিভেনম দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, নিজ বাড়ির পাশের সড়কে বসে ক্ষেত থেকে তুলে আনা পাট গুচ্ছ আকারে বাঁধছিলেন নারী রেনু বেগম। এসময় পাটের গুচ্ছের ভেতর থেকে হঠাৎ করেই রাসেল ভাইপার সাপ তার বাম পায়ের গোড়ালিতে কামড় দেয়। এতে তিনি ব্যাথা অনুভব করেন। সেই মুহুর্তেই তিনি বিষাক্ত সাপ দেখতে পান। এসময় সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন তিনি।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক প্রান্ত সরদার বলেন, ‘হাসপাতালে অ্যান্টিভেনম দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।’