মুন্সিগঞ্জ, ১৯ জুন ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার ছটফটিয়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে রাতের আধারে কৃষক এসহাক বেপারির সবরি ও চাপা জাতের ৩৫০টি কলাগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ।
রোববার (১৮ জুন) গভীর রাতে দুবৃত্তরা এ সমস্ত কলাগাছ কেটে ফেলে। গেল বছরের ডিসেম্বরেও একইভাবে এই কৃষকের আনুমানিক ৩০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠে প্রতিপক্ষ আবুল বাশার বেপারীর বিরুদ্ধে। পরে তিনি পুনরায় চাষাবাদ শুরু করেন।
ভুক্তভোগী কৃষক এসহাক বেপারী বাদী হয়ে সোমবার (১৯ জুন) দুপুরে টংগিবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
কৃষক এসহাক অভিযোগ করে জানান, জমি নিয়ে প্রতিবেশী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মীরগঞ্জ গ্রামের মৃত আব্দুল বেপারীর ছেলে আবুল বাশার বেপারী গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। সম্প্রতি তারা জমিতে চাষাবাদের বিপরীতে আমার কাছে দশ লাখ টাকা চাঁদা চায়। তা না দেয়ায় রাতের আঁধারে কলাগাছগুলো কেটে ফেলে।
অভিযুক্ত আবুল বাশার বেপারীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।