মুন্সিগঞ্জ, ২৫ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
রমজানে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, কৃত্রিম সংকট রোধ ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে মুন্সিগঞ্জের গজারিয়ায় ফলের দোকান ও হোটেলে অভিযান পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার দুপুর ১২টা’র দিকে উপজেলার ভবেরচর বাসষ্ট্যান্ড এলাকায় ভাই ভাই ফল ভান্ডারে মূল্য তালিকা প্রদর্শন না করা ও ফল ক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে ৫ হাজার টাকা এবং নিউ মুসলিম হোটেলকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার মুন্সিগঞ্জের সহকারি পরিচালক মো: আব্দুস সালাম এসব তথ্য নিশ্চিত করেন।