১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:৪৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে রঙ মিশিয়ে জিলাপি বিক্রি করায় জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে রঙ মিশিয়ে জিলাপি বিক্রির দায়ে এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার বিকাল ৫টার দিকে শহরের সদর রোড, সুপার মার্কেট ও মানিকপুর এলাকায় ইফতার সামগ্রীর দোকানে মনিটর করা হয়। এসময় ব্যবসায়ীদেরকে পোড়া তেল, রঙ, ব্যবহার না করা এবং ইফতার সামগ্রী ঢেকে বিক্রি করার নির্দেশনা দেয় সংস্থাটি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ জানান, অভিযানের সময় আদি মধুবন মিষ্টি মুখ দোকানে দেখা যায়, জিলাপিতে নন ফুডগ্রেড রঙ মিশানো হচ্ছে। এসময় তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে রঙ না মিশানোর নির্দেশনা দেয়া হয়।

error: দুঃখিত!