মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূইয়া জানান, গত ১১ অক্টোবর এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষকরা।
পরে আজ বুধবার (৩ নভেম্বর) ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ পরিচালক ইফতেখার হোসেন ভূইয়ার সই করা এক আদেশে ওই প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া প্রধান শিক্ষকের নাম নূর মোহাম্মদ। তিনি মুন্সিগঞ্জ সদর উপজলার চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে যৌন হয়রানি ও অশোভনীয় আচরণ প্রদর্শনের অভিযোগ আনেন বিদ্যালয়ের কয়েকজন সহকারি শিক্ষিকা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান জানান, ‘অভিযোগ আসার পর আমরা তদন্ত করি। প্রমাণ সাপেক্ষেই আমরা ব্যবস্থা নিয়েছি।’