২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:০৪
মুন্সিগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদর থানার বানিয়াল গ্রামে যৌতুকের দাবিতে মুন্নি আক্তার  (১৮) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী এবং তার পরিবারের সদস্যরা মিলে মধ্যযুগীয় কায়দায় অমানুষিকভাবে পুড়িয়ে  মারার চেষ্টা করেছে  বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে গত বৃহস্পতিবার রাতে জেনারেল হাসপাতাল মুন্সিগঞ্জে ভর্তি করা হয়েছে। বর্তমানে নির্যাতিতা মেয়েটি প্রবল যন্ত্রনায় হসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করছে ৷

এলাকাবাসীর তথ্যমতে ,প্রায় দুই বছর আগে মুন্সিগঞ্জের কালিরচড় গ্রামের রব মাঝির মেয়ে মুন্নি আক্তারের সাথে একই থানার বানিয়াল গ্রামের হজল করিম ব্যাপরির ছেলে মোঃ শাহআলম এর বিয়ে হয়৷ তাদের ছোট্ট একটি মেয়ে সন্তানও রয়েছে ৷ বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে মুন্নি আক্তারকে শাহআলম এবং তার পরিবার প্রতিনিয়ত নির্যাতন করে আসছিল ৷ গত বৃহস্পতিবার মেয়েটি যৌতুক প্রদানে অস্বীকৃতি জানালে শাহালম এবং তার পরিবার ক্ষুব্ধ হয়ে তাকে জলন্ত চুলায় মাথা ঢুকিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করলে এলাকাবাসি এগিয়ে এসে তাকে উদ্ধার করে৷ এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷
অভিযোগ পেয়ে পুলিশ ঘাতক স্বমীকে গ্রেপ্তার করেছে৷

এ প্রসঙ্গে মুন্সিগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলি নিউজ অব মুন্সিগঞ্জ কে জানান ,আমরা ঘটনার সাথে জড়িত ঘাতক স্বমীকে গ্রেপ্তার করেছি ,তার বিরুদ্ধে নারী ও শিশু অধিকার রক্ষা আইনে  মামলা হয়েছে ৷ প্রয়োজনে তাকে রিমান্ডে আনা হবে ৷

error: দুঃখিত!