মুন্সিগঞ্জ, ১৪ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে যুবদল নেতা ও পুলিশের উপর হামলা মামলার আসামি জিয়া সরদারকে গুলি ও কুপিয়ে জখম করার মামলার আসামি মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারির ছোট ভাই ও মোল্লাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি শিপন পাটোয়ারিকে মুন্সিগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছে আদালত।
আজ মঙ্গলবার মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক কাজী আব্দুল হান্নান জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে বিকালে তাকে মুন্সিগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক মো. জামালউদ্দিন।
গত ২৪ জানুয়ারি পূর্ব বিরোধের জের ধরে মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকায় মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ও মুক্তারপুরে পুলিশের উপর হামলা মামলার আসামি জিয়া সরদারকে (৪৫) গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে যুবলীগ নেতাকর্মীরা। এ খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে বিকেলে আহত জিয়া সরদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় তার স্ত্রী সুমী রহমান বাদী হয়ে ২৬ জানুয়ারি রিপন পাটোয়ারির বড় ভাই লিটন পাটোয়ারি ও ছোট ভাই মোল্লাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি শিপন পাটোয়ারিসহ ১৫ জনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। পরে আসামীরা উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। জামিনের মেয়াদ শেষে গতকাল নিম্ন আদালতে পুনরায় জামিনের জন্য হাজির হলে জেলা ও দায়রা জজ আদালত শিপনকে জেলহাজতে প্রেরণ করার আদেশ দেন। বাকিদের জামিন মঞ্জুর করা হয়।