মুন্সিগঞ্জ, ৮ অক্টোবর ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের চর মুক্তারপুর এলাকা থেকে যুবক ইমরান হোসেন ওরফে ইমুকে (৩৩) কোপানোর ঘটনায় দায়েরকৃত মামলার আসামি শাহিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোর ৫টার দিকে পঞ্চসার ইউনিয়নের চর মুক্তারপুর এলাকা থেকে ওই এলাকার মৃত গোলাপ মিয়ার পুত্র শাহিনকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী ইমরান হোসেন ওরফে ইমু মুন্সিগঞ্জ পৌরসভার গণকপাড়া এলাকার সালাম বেপারির পুত্র।
মামলার তদন্ত কর্মকর্তা ফাইজুর খাঁন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেনা পাওনা নিয়ে শাহিনের সাথে ইমুর বিরোধ ছিলো। এ নিয়ে তাদের মধ্যে শত্রুতার জের ধরে গেল ২৫ জুলাই রাত ৯টার দিকে চর মুক্তারপুর ক্রাউন সিমেন্ট এলাকায় টাকা ফেরত দেয়ার কথা বলে নিয়ে ধারালো দা দিয়ে কোপ মেরে গুরুতর জখম করে রগ কেটে দেয়া হয় ইমুর।
এ ঘটনায় ইমুর স্ত্রী মিশু আক্তার বাদী হয়ে শাহিনকে প্রধান আসামি করে আরও ২ জনের বিরুদ্ধে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থাকায় শাহিনকে গ্রেপ্তার করা যায়নি। অবশেষে রোববার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামি শাহিনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় ৭টি ও নারায়ণগঞ্জ সদর থানায় একটিসহ সর্বমোট ৮টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, আসামি শাহিনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।