১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:০৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন, আহত ৫
খবরটি শেয়ার করুন:
মুন্সিগঞ্জ, ১১ মার্চ, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী চলন্ত বাসে গ্যাস সিলিন্ডার থেকে আকস্মিকভাবে আগুন ধরে যায়। বাস থেকে নামতে গিয়ে ঠেলাঠেলিতে অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে বালুয়াকান্দি রংধনু ফিলিং স্টেশনের সামনে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীসেবা (ফেনী জ ১১-০০০১) পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকাগামী একটি চলন্ত যাত্রীবাহী বাসের সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে পাইপে আগুন লাগে। পরে মুহুর্তের মধ্যে বাসে আগুন ধরে যায়। আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে জানালা ও দরজা দিয়ে নামতে গিয়ে ঠেলাঠেলিতে অন্তত ৫ যাত্রী আহত হন। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে বাসের অধিকাংশ পুড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সায়ারুল জানান, ঘটনার পর থেকে বাসের চালক পলাতক।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে-গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত।
error: দুঃখিত!