৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:৫৮
মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ সেপ্টেম্বর ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের সমষপুর এলাকায়  মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে।

এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, উপজেলার সমষপুর আন্ডারপাস ব্রিজ সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মো. নিরব হোসেন (২২) নিহত হয়। এসময় পেছনে থাকা মো. রুবায়েত আহত হয়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার শিংহ জানান, ঘটনাস্থল থেকে আহত রুবায়েতকে অন্য গাড়ির লোকজন চিকিৎসার জন্য বাসে উঠিয়ে দেয়। পরে সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

error: দুঃখিত!