১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:১০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আ. লীগ নেতার মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ সেপ্টেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা আলী আজগর চঞ্চল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

চঞ্চল টংগিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় হাট বালিগাঁও গ্রামের মৃত আরশেদ আলি বেপারীর ছেলে।

নিহতের স্বজন সূত্রে জানা যায়, রোববার (১০ সেপ্টেম্বর) রাতে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে পাশের গ্রাম ইসলামপুরে যাচ্ছিলেন চঞ্চল। পথিমধ্যে ইসলামপুর মসজিদের পূর্ব পাশে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন তিনি।

তাকে উদ্ধার করে ঢাকাস্থ আজগর আলী হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। ভর্তির পর থেকেই তিনি লাইফ সার্পোটে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেক জানান, বুধবার (১৩ সেপ্টেম্বর) বাদ জোহর উপজেলার বালিগাঁও কলেজ মাঠে জানাজা শেষে বালিগাঁও কবরস্থানে তাকে দাফন করা হবে।

error: দুঃখিত!