মুন্সিগঞ্জ, ১ জুলাই ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেশনালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর প্রাণহানি ঘটেছে। এসময় সাথে থাকা আরেক বন্ধু আহত হয়ে চিকিৎসা নিয়েছে।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বেশনাল চৌরাস্তা সংলগ্ন এলাকায় গাছের সাথে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী মাদবরবাড়ি পুকুরে পরে গিয়ে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন, দিঘিরপাড় এলাকার দুলাল দেওয়ানের পুত্র মোটরসাইকেল চালক জিসান রাজা (১৫) ও আরোহী একই এলাকার খোরশেদ মালতের পুত্র আপন মালত (১৫)।
আহত একই এলাকার আসমত মালতের পুত্র রুবেল মালৎ (১৫) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে।
টংগিবাড়ী থানার ওসি রাজিব খান এসব তথ্য নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে দিঘিরপাড় এলাকায় তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।