মুন্সিগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল উল্টে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শাকিল হাসান (২২) জেলার সিরাজদিখান উপজেলার কাজীশাল গ্রামের বাবুল মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, উপজেলার নিমতলা গ্রাম থেকে মোটর সাইকেল চালিয়ে নিজ বাড়ি কাজীশাল গ্রাম ফিরছিল শাকিল। পথিমধ্যে কাজীশাল-চালতিপাড়া সড়কে কাজীশাল গ্রামে সড়কের পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটর সাইকেলটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক শাকিল মারা যান।
পরে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন শাকিলের মরদেহ নিজ বাড়িতে নিয়ে যায়।