মুন্সিগঞ্জ, ২১ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর উপরে অজ্ঞাত গাড়ির চাপায় তরিকুল ইসলাম পলাশ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন জিয়াউল হক(৩১) নামের আরেক আরোহী।
আজ রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত পলাশ কুমিল্লা জেলার হোমনা উপজেলার মীর শিকারি গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত জিয়াউল নিহত পলাশের ভগ্নিপতি।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন জানান, কুমিল্লা থেকে মোটরসাইকেলে করে শ্যালক ও ভগ্নিপতি দুজন ঢাকাতে যাচ্ছিলেন। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ছয়টায় গজারিয়া উপজেলাধীন মেঘনা সেতুতে মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে পেছনে বসে থাকা তরিকুল ইসলাম পলাশ ছিটকে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আহত জিয়াউল হক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।