২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:১৭
মুন্সিগঞ্জে মোটরসাইকেল গ্যারেজে শ্রমিকের রহস্যজনক মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আলদী বাজারে মোটরসাইকেল গ্যারেজের শ্রমিক অর্পণ দাসের রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে মৃত অবস্থায় উপজেলার কামারখাড়া এলাকার মাধব দাসের পুত্র অর্পণ দাসকে (১৪) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। পরে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। এসময় অর্পণের মৃত্যুর কারন নিয়ে নানা কানাঘোষা চলতে থাকে। পরিবাররের স্বজনরা ঘটনাটি অপমৃত্যু জানিয়ে লাশ ময়নাতদন্তের দাবি করেন।

মৃত অর্পণ আলদি বাজারের মোল্লা মার্কেটের আল আমিন মোটরসে কাজ করতেন। দুপুর সাড়ে ১২টা’র দিকে গ্যারেজের বাইরে গ্রাহকের মোটরসাইকেলের সাইড কভার ধোয়ার সময় হঠাৎ অচেতন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন অর্পণ। প্রত্যক্ষদর্শী গ্যারেজের অপর শ্রমিক শিশির ও গ্রাহক ইব্রাহিম এসব তথ্য জানান।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, দুপুর ১ টা ১৫ মিনিটের দিকে হাসপাতালে অর্পণের মৃতদেহ আনা হয়। তার শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলোনা। তবে সে কিভাবে মারা গেছে ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ খবর পেয়ে হাসপাতালে এসে লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

 

 

error: দুঃখিত!