৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১১:৪৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মেয়েকে বাল্য বিয়ে দিতে চাওয়ায় মা কে ৫০ হাজার টাকা জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে মেয়েকে বাল্য বিয়ে দিতে চাওয়ায় মায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা যায়, গত ২১ আগষ্ট উপজেলার বাসাইল গ্রামের সুলতান মোল্লার মেয়ে শান্তা আক্তারের (১৬) সঙ্গে একই উপজেলার রশুনিয়া ইউনিয়নের উজ্জল শেখের বিয়ের দিন ধার্য করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বিয়ে ভেঙ্গে দেন এবং কনের মা শিউলি বেগম মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যস্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন।

কিন্তু গত মাসের ২৫ আগষ্ট দুই পরিবার গোপনে ঢাকায় বিয়ে সম্পন্ন করেন। খবর পেয়ে গতকাল সোমবার বিকেলে কনের মা শিউলি বেগমকে আটক করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কনের মাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

error: দুঃখিত!